টবের মাটি তৈরির প্রস্তুতপ্রণালী

 টবের মাটি তৈরির প্রস্তুতপ্রণালী


টবের মাটি তৈরির প্রস্তুতপ্রণালী 

টবে গাছ রোপনের পূর্বে টবের মাটি প্রস্তুত করতে হবে। মাটিকে প্রথমে গুড়ো করে বা ঝুরঝুরা করে নিতে হবে। এরপর বালি চালার চালনি দিয়ে মাটিটা চেলে  নিতে হবে। এতে ঝুরঝুরে মাটি পাবেন। এরপর এই ঝুরঝুরে মাটিতে দিতে হবে সার। মূলত জৈব সারই দিতে হবে পাশাপাশি চাইলে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার দাওয়া যেতে পারে। টবের গাছের শিকড়ের দ্রুত বৃদ্ধির জন্য কোকোডাস্ট খুবই কার্যকরী। এবং কোকোডাস্ট বাজারে সহজলভ্য।  তবে গাছের শিকড়ের সঠিক বৃদ্ধির জন্য চাইলে সুপার ফসফেট রাসায়নিক সার দাওয়া যেতেপারে। মোটামুটি দুটি টবের জন্য যে মাটি আপনি তৈরি করবেন তাতে ৫০০ গ্রাম মতো গোবর সার মেশাতে হবে। এছাড়া দু চামচ সুপার ফসফেট ও গোবর সারের সম পরিমাণ সাদাবালি মেশাতে হবে। এতে টবের অতিরিক্ত জল বেরিয়ে যাবে। জলনিকাশী ব্যবস্থা সঠিক না হলে গাছের গোড়াপচা রোগ দেখা দেবে। ওই মাটিতে ভার্মিকম্পোস্ট ৫০০ গ্রাম, নিমখোল ৪ চামচ, সিংকুচি ২ চামচ, কাঠের ছাই ৪ চামচ, সরষে খোল ৪ চামচ, হাড়ের গুঁড়ো ৪ চামচ। আপনারা চাইলে খড়িমাটি ব্যবহার করতে পারেন। খড়িমাটি গাছের ক্যালসিয়ামের অভাব মেটায় এবং ফাঙ্গাস রোধ করে। এইভাবে মাটি তৈরি করে সব ধরনের গাছ বসালে আপনি আশানুরূপ ফল পাওয়া যাবে। 

Popular Posts