টবের গাছে কলম করার পদ্ধতি

 

টবের গাছে কলম করার পদ্ধতি: গুটি কলম 

টবে সাধারণত কলমের গাছ লাগানো হয়ে থাকে। আজ আমরা টবের গাছে কি করে গুটি কলম করতে হয় তার পদ্ধতি বর্ণনা করব। গাছে গুটি কলম করার জন্য বিশেষ কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে একটি মাতৃ গাছ থেকে একাধিক কলম চারা উৎপান্ন করা যায়।এই পদ্ধতিতে তৈরি কলম চারায় তাড়াতাড়ি ফল পাওয়া যায় এবং ফলনের পরিমান বেশি হয়ে থাকে।


গাছে গুটি কলম করার পদ্ধতি


উপযুক্ত সময়:
গুটি কলম করার উপযুক্ত সময় হলো বর্ষাকাল (বৈশাখ-আষাড়)। 
গাছে গুটি কলম করার জন্য ১-২ বয়সের সবল মাতৃ গাছ বাছাই করতে হবে। মাতৃ গাছ থেকে পেন্সিলের মতো মোটা ডালকে বেছে নিতে হবে গুটি কলম করার জন্য।

প্রয়োজনীয় যন্ত্রপাতি: 
ধারালো ছুরি/ ব্লেড, পরিষ্কার পলিথিন, সুতলি/ দড়ি,  এবং মাটির পেস্ট ইত্যাদি।
গুটি কলমের জন্য মাটির পেস্ট প্রস্তুত করার নিয়ম :
গাছে গুটি কলম করার জন্য মাটির পেস্ট তৈরি করতে হবে, সেক্ষেত্রে জৈব সার মিশ্রিত এঁটেল মাটি তিন ভাগ এবং এক ভাগ গোবর একত্রে পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।
কলম করার পদ্ধতি: 
# মাতৃ গাছের নির্বাচিত ডালের আগা থেকে ৪০-৫০ সেমি লম্বা একটি গিঁটের নিচে কলমটি করতে হবে।
# নির্বাচিত ডালের মধ্যে একটি গিঁটের নিচে ৩-৪ সেমি মাপে ডালের ছাল গোল করে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে।
# সাবধানে কেবল ডালটির বাকল উঠিয়ে ফেলতে হবে। ডালটির শক্ত কাঠটিতে আঘাত লাগানো চলবে না।
# ডালটির বাকল উঠিয়ে নেওয়ার পর কাঠটিতে লেগে থাকা সবুজ রং এর আবরণটি ছুরি দিয়ে চেঁছে ফেলতে হবে। এবং কাপড় দিয়ে মুছে দিতে হবে।
# এরপর মাটির পেস্ট টি ডালের মধ্যে কাটা অংশটির মধ্যে দিয়ে ভালো ভাবে ঢেকে দিতে হবে। যেন‌ বাকল তোলা পুরো জায়গায় ঠিকমত মাটির পেস্ট টি বসে যায়।
# মাটির পেস্ট টি দিয়ে ঢেকে দেওয়ার পর, ২০ সেমি লম্বা পলিথিন দিয়ে মাটির বলটি ঢেকে দিয়ে দু’দিকে    উপরে এবং নিচে সুতলি দিয়ে বেঁধে দিতে হবে।
# কলম করা ডাল অর্থাৎ গুটির মধ্যে শিকড় আস্তে সময় লাগে দুই থেকে তিন মাস।
# প্রথমে সাদা রঙের শিকড় দেখা যাবে।
# শিকড় এর রং যখন খয়েরী বা তামাটে হবে তখন গুটি সহ ডালটি গাছ থেকে কেটে নিতে হবে।
# এবং গুটির পলিথিন সরিয়ে নিয়ে ডালটি ছায়া জায়গায় পলিথিন ব্যাগ অথবা টবে ৪-৫ সপ্তাহ সংরক্ষণ করে রাখতে হবে।
# কলম করা ডালটি তিন থেকে পাঁচ সপ্তাহ সংরক্ষণ করে রাখার পরে টবে লাগানোর উপযুক্ত হয়ে যাবে।


Popular Posts